MD, ED, GM, DGM, AGM ইত্যাদি বলতে কি বুঝায়

MD, ED, GM, DGM, AGM ইত্যাদি বলতে কি বুঝায়

আমরা অনেকেই হয়তো এমডি, ইডি, জিএম ইত্যাদি পদে থাকা ব্যক্তিদের চিনে থাকি। তাদের কার কব ক্ষমতা (কর্মক্ষেত্রে অবস্থান) তাও বেশ ভালো ভাবেই জানি।
কিন্তু কতজন এই পদগুলির পুরো নাম জানি.??


তাহলে চলুন এমন ‍কিছু কমন ব্যবহৃত পদের নাম সম্পর্কে জানি।


  1. MD= Managing Director
  2. ED=executive director
  3. GM= General Manager
  4. DGM= Deputy General manager
  5. AGM= Assistant General manager
  6. Sr= Senior
Single Lacost

Single Lacost

সিঙ্গেল লাকোস্ট বা S/L..এই ফেব্রিক এ নিট এবং টাক এর সমন্বয় থাকে। ফেক্টরিতে এই ফেব্রিকটা অধিক পরিমানে তৈরি হয়। সিঙ্গেল লাকোস্ট ফেব্রিক দিয়ে সাধারণত পোলো সার্ট তৈরি করা হয়।
সিঙ্গেল লাকোস্ট এ দুই ধরনের কোর্স তৈরি হয়। এটি কোর্সে সমস্ত থাকে নিট লুপ, এবং আরেকটি কোর্স থাকে নিট এবং টাকের সমন্বয়।
Single Lacos
Single Lacos
 সিঙ্গেল লাকোস্ট চেনার উপায়ঃ ফেইস সাইডে ওয়েলসগুলি স্পস্ট বুঝা যাবে। কিন্তু ব্যাক সাইডে এরকম থাকবে না। ব্যাক সাউট এ লুপগুলি দেখতে কোণাকোণি যাবে।

 সিঙ্গেল লাকোস্ট সাধারনত ২০০ থেকে ২৬০ জিএএম এর মধ্যেই রাখা হয়।
 তবে বায়ারদের চাহিদা অনুযায়ি কম বেশি হতে পারে।

আজ জানবো স্টেন্টার মেশিন সম্পর্কে

আজ জানবো স্টেন্টার মেশিন সম্পর্কে


সেন্টারের ফিনিশিং একটি সেকশনের একটি মেশিন। কাপড়ের দৈর্ঘ্য বা প্রস্ত নির্ধারিত মাত্রায় আনতে, লেকরা কাপড়ের হিট সেট করতে, ফিনিশিং ক্যামিকেল প্রয়োগ ও সেট এডজাস্ট করাই এই মেশিনের মূল কাজ।
Stanter Machine



স্টেন্টার মেশিনের কাজঃ

  1. লেকরা, সিনথেটিক ও ব্লেন্ডিং কাপড়কে হিট সেট করা।
  2. ফেব্রিক এ দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ন্ত্রন করা।
  3. কাপড়ে ফিনিশিং ক্যামিকেলগুলিকে প্রয়োগ করা।
  4. নিটিং কাপড়ের লুপ কন্ট্রোল করা।
  5. ময়েশ্চার কন্ট্রোল করা।
  6. স্পাইরেলিটি কন্ট্রোল করা।
  7. GSM কন্ট্রোল করা।
  8. ফেব্রিক শুকানো।
  9. Shrinkage নিয়ন্ত্রন করা।
  10. ফেব্রিকে লেগে ময়লা পানি সাহায্যে অপসারণ করা।

একটি স্টেন্টারের কাজ করার পদ্ধতি


ফ্যাব্রিক ব্যাচ Batcher থেকে scary সংগ্রহ করা হয় এবং তারপরে এটি প্যাডারগুলির মধ্য দিয়ে যায় যেখানে শেষ করা হয় এবং কখনও কখনও শেড ভেরিয়েশন নিয়ন্ত্রণ করা হয়।

ফ্যাব্রিকটি সেন্টারে প্রবেশ করা হয়। ফেব্রিক যখন মেশিনের মূল অংশে চলে আসে তখন ফ্যাব্রিককে মেশিনের ভেতর দিয়ে যাবার সুবিধার্থে ক্লিপ দ্বারা একটি সচল প্রান্তহীন বেল্টের সাথে আটকে দেওয়া হয়।

এ্ররপর এটি পাচটি বার্ণার এর মধ্য দিয়ে অতিক্রম করে। প্রতিটি বার্ণারে বাতারে মাধ্যমে কাপড়কে ফিল্টার করে এর মধ্য থেকে দূলা ও ময়লা শোষণ করে নেয়।
এট্রাকশন রোলারগুলি ওয়ার্প সুতা প্রসারিত করার জন্য সরবরাহ করা হয়।

সেন্টারের পরে আমরা ফেব্রিক এর প্রস্থ ১.৫ থেকে ২ ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে দিতে পারি।
মেশিনটির গতি প্রায় 7 -150 মি / মিনিট। প্রতিটি চেম্বারে 3 মিটার ফ্যাব্রিক চলতে পারে।

তাপমাত্রার সামঞ্জস্য করা হয় ফ্যাব্রিক অনুযায়ী
০১ পলিয়েস্টারের ক্ষেত্রে ২১০ ডিগ্রি C.
০২ কটন এর ক্ষেত্রে ১১০-১৩০ ডিগ্রি C.
১৬০-১৭০ ডাইংয়ের পরে এবং আফটার প্রিন্ট ১৩০-১৪০ ডিগ্রি C.


স্টেন্টার মেশিন চালানোর নিয়মঃ
  1. Batch Card
    1. বায়ার, ডায়া, প্রয়োজনী জিএসএম, ‍স্টিচ লেন্থ দেখে নিতে হবে।
    2. স্টেন্ডার্ড প্যারামিটারের সাথে মিলিয়ে নিতে হবে।
  2. Parameter
    1. টেম্পারেচার, ডায়া,ওভার ফিড স্পিড স্টেন্ডার্ড প্যারামিটারের সাথে মিলিয়ে নিতে হবে।
    2. স্টেন্ডার্ড প্যারামিটারের সাথে না মিললে দায়িত্বরত কাউকে জানাতে হবে।
    3. বায়ারের দেওয়া প্যারামিটার অনুযায়ি সফেনার তৈরি করতে হবে।
  3. Manpower
    1. সামনে ১জন, পিছনে ১জন, অপারেটর ১জন ও ডেলিভারি তে ১জন সেট করতে হবে।
    2. পূণরায় স্টেন্ডার্ড প্যারামিটারের সাথে সেট করা প্যারামিটারের মিলিয়ে নিতে হবে।
  4. Check
    1. টেম্পারেচার, এয়ার প্রেশার এবং পানি সঠিকভাবে সেট করতে হবে।
    2. এখন মেশিন চালানো যাবে।
    3. এবার কাপড়ের জিএসএম, শেড, ডায়া ইত্যাদি স্টেন্ডার্ড এর সাথে মিলিয়ে নিতে হবে।
বাংলাদেশের সেরা দশটি বায়ার

বাংলাদেশের সেরা দশটি বায়ার


আমি আজকে আপনাদের মাঝে বাংলাদেশের সেরা দশটি বায়ার সম্পর্কে আলোচনা করবো
বাংলাদেশে অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে বৈদেশিক মুদ্রা উল্লেখযোগ্য ভূমিকা রাখে
যারসিংহভাগই আশে টেক্সটাইল পণ্যের হাত ধরে যার ক্রেতারা প্রায় সকলেই বিভিন্ন দেশের হয়ে থাকে
আর এদেরকেই আমরা বায়ার বলি
আমি আজকে আপনাদের মাঝে বাংলাদেশের সেরা দশটি বায়ার সম্পর্কে আলোচনা করবো

1.    H&M : 1947 সালে আর্লিং পারসন এর হাত দরে প্রতিষ্ঠিত হয়  
এটি সুইডিশ মাল্টিনেশনাল  ক্লোথিং-রিটেইল কোম্পানি 
এটি সুইডেন এর স্টকহোম  অবস্থিত 
2.    Walmart : 1962 সালে স্যাম ওয়ালটন এর হাত দরে প্রতিষ্ঠিত হয় 
সুইডিশ মাল্টিনেশনাল ক্লোথিং-রিটেইল কোম্পানি 
               এটি মার্কিন যুক্তরাষ্ট্র এর বেন্টনভিলি,আরকানসাস  অবস্থিত 
3.    C&A : এটিপ্ প্রতিষ্ঠান করেন ১৮৪১সালে অগস্ট ব্রেইনকিংমিজার, ক্লেম্যানস ব্রেনিংকিমিয়ার 
রিটেল ক্লোথিং স্টোরের, আন্তর্জাতিক ডচ চেইন
এর অবস্থান ভিভোরডে, বেলজিয়াম
4.    ZARA : 1974 সালে আমানসিও মেরা দ্বারা ইন্ডাইটেক্স গ্রুপের সূচনা শুরু।
স্প্যানিশ বহুজাতিক কাপড় এবং এক্সেসরিজ রিটেইলারের সংস্থা।

এটি আর্টিক্সো, স্পেন অবস্থিত।
5.    GAP : 1969 সালে ডোনাল্ড ফিশার এবং ডরিস এফ.ফিশার
আমেরিকান বিশ্বব্যাপী কাপড় এবং অ্যাকসেসরিজ রিটেইলার
সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া
6.    Target : 902 সালে জর্জ ডেটনের দ্বারা টার্গেট
Walmart পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রসমূহে সেকং-সবচেয়ে বড় ডিসকাউন্ট স্টোর রিটেইলারে টার্গেট কর্পোরেশন
মিনিয়াপোলিস, মিনেসোটা, মার্কিন যুক্তরাষ্ট্র
7.    Tesco : 1919 সালে জ্যাক কোহেন দ্বারা
ব্রিটিশ বহুজাতিক গ্রোসারি এবং সাধারণ বাণিজ্য
ওয়েলউইন গার্ডেন শহর, যুক্তরাজ্য
8.    Carrefou : জ্যাক ডিফোরি, ডেনিস ডেফোরি, মার্সেল ফর্নিয়ার ক্যারফর
ফরাসি বহুজাতিক খুচরা বিক্রয় সংস্থা
বোলগনা-বিলানকোর্ট, ফ্রান্স
9.    Levi’s : 1853 সালে লেভি স্ট্রাউসের দ্বারা
আমেরিকান ক্লোথিং সংস্থা
সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
10. Jcpenney : 1902 সালে jcpenney জেমস নগদ পেনি
ডিপার্টমেন্ট স্টোর
প্লানো, টেক্সাক্স, মার্কিন যুক্তরাষ্ট্র