Single Lacost

সিঙ্গেল লাকোস্ট বা S/L..এই ফেব্রিক এ নিট এবং টাক এর সমন্বয় থাকে। ফেক্টরিতে এই ফেব্রিকটা অধিক পরিমানে তৈরি হয়। সিঙ্গেল লাকোস্ট ফেব্রিক দিয়ে সাধারণত পোলো সার্ট তৈরি করা হয়।
সিঙ্গেল লাকোস্ট এ দুই ধরনের কোর্স তৈরি হয়। এটি কোর্সে সমস্ত থাকে নিট লুপ, এবং আরেকটি কোর্স থাকে নিট এবং টাকের সমন্বয়।
Single Lacos
Single Lacos
 সিঙ্গেল লাকোস্ট চেনার উপায়ঃ ফেইস সাইডে ওয়েলসগুলি স্পস্ট বুঝা যাবে। কিন্তু ব্যাক সাইডে এরকম থাকবে না। ব্যাক সাউট এ লুপগুলি দেখতে কোণাকোণি যাবে।

 সিঙ্গেল লাকোস্ট সাধারনত ২০০ থেকে ২৬০ জিএএম এর মধ্যেই রাখা হয়।
 তবে বায়ারদের চাহিদা অনুযায়ি কম বেশি হতে পারে।


SHARE THIS

Author:

Previous Post
Next Post